Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Fatemablabla
on 01/07/2020, 16:08:15 UTC
আমি বিটকয়েনে নতুন। তাই আমি বিটকয়েন সম্পর্কে জানতে চাই। 
আপনাকে ফোরামে স্বাগতম। আশাকরি আপনার এই ফোরামের যাত্রা শুভ হবে। প্রথমেই এই ফোরামের রুলস গুলো পড়ে নিন। এছাড়া আমাদের আগের পোস্ট গুলো দেখতে পারেন অনেক কিছু জানতে পারবেন। তারপরও যদি কিছু জানতে চান আমাদের কে প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।



Hello...

একটি ছোট্ট টিপসঃ যদি ফোরামে আইডি টিকিয়ে রাখতে চান তাহলে এই ধরনের ১শব্দের পোস্ট দেওয়া থেকে বিরত থাকুন। না হয় স্প্যামিং এর জন্য আপনি ব্যান হবেন। আর আপনার যত ধরনের প্রশ্ন থাকবে সব ১টি পোস্টেই উল্ল্যেখ করবেন। ধন্যবাদ।