Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Shohag123
on 04/07/2020, 03:25:20 UTC
করোনা ভাইরাসের জন্য বেশ কিছু প্রজেক্ট সাকসেস হতে হতেও হচ্ছে না।  অনেক CEO আক্ররান্ত হয়ে পড়েছে Covid-19.  আশা করা যায় করোনা ভাইরাস থেকে তারা সুস্থ হলেই সাকসেস হবে তাদের প্রজেক্ট গুলো
করোনা ভাইরাস এর দোহায় দিয়ে অনেক প্রজেক্ট scam করছে।বর্তমান তথ্য প্রযুক্তির যুগ। অনেক প্রজেক্টই ঘরে বসে কাজ চালাচ্ছে।তবে করোনা ভাইরাসের কারনে প্রজেক্টের কাজ কিছুটা ব্যাহত  হচ্ছে।কিন্তু এখন অনেক প্রজেক্টের CEO  রা এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।সম্প্রতি kingcasino নামে একটি প্রজেক্ট exit scam করেছে।বর্তমানে এরকম অনেক প্রজেক্ট আছে যারা করোনা ভাইরাসের দোহায় দিয়ে বন্ধ করে দিয়েছে। kingcasino এর IEO চলেছিল Latoken এবং Exmarket  এর মত Exchanger এ। IEO র রেসপন্স ও ভালো ছিল। যেই প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে করোনা ভাইরাসের দোহায় দিয়ে সে প্রজেক্ট চালু হওয়ার সম্ভাবনা খুবই কম।