Sorry for the long post.Ar ami ki ai forum e Banglish likte parbo Ami Bangla likhte onek problem face kori.
না আপনি এখানে বাংলিশে লেখতে পারবেন না । একটু @BitcoinDream এর আবেদনের পোষ্টটি পড়ে দেখেন, সেখানে সকল উচ্চপদস্থ মেম্বাররা বলেছেন যে," বাংলাদেশ লোকাল বোর্ডে ভালো কোনো পোষ্ট নেই এবং এর উপর সবাই বাংলা ব্যবহার না করে ইংরেজিতে অর্থ্যাৎ বাংলিশে সবাই লেখতেছে।" আমরা বাংলার জন্য রক্ত দিলাম কিন্তু যদি এই বাংলাতে না লেখি তাহলে কি লাভ হইলো এবং বাংলার নিজস্ব বর্ণ আছে। তাই আমাদের সকলের উচিত বাংলায় লেখা এবং এই লোকাল সেকশনে বাংলার সঠিক ব্যবহার করা। আর @Shohag123 আপনার হয়তো শুরুরদিকে বাংলাতে লেখতে সমস্যা হতে পারে, কিন্তু যখন প্রতিদিন বাংলায় লেখবেন তখন আর সমস্যাবোধ করবেন না । এটি আমারও শুরুদিকে হইছিল। আর মোবাইলে রিডমিক কিবোর্ডের "জাতীয়" সেটিংস এবং কম্পিউটারে অভরো কিবোর্ডের "ন্যাশনাল (জাতীয়)" সেটিংসটি ব্যবহার করতে পারেন । কারণ রিডমিক কিবোর্ডের "জাতীয়" সেটিংস এবং কম্পিউটারে অভরো কিবোর্ডের "ন্যাশনাল (জাতীয়)" সেটিংসটির কিওয়ার্ড/বর্ণগুলোর অবস্থান একই রকম ।
বি:দ্র: উপরোক্ত ছবিটি আমার নিজের কম্পিউটার ব্যবহার করে স্ক্রিনশট নেওয়া ছবির অংশ ,যা আমি "Snipping Tool" সফটওয়্যার ব্যবহার করে নিয়েছি