এখন যদি বিটকয়েন মাইন করতে কী চায় তাহলে কেমন কম্পিউটার বিল্ড লাগবে? শুনলাম ২০২৫ এ নাকি বিট কয়েন ম্যাক্সিমাম সাপ্লাই রিচ করবে,কতটুকু সত্য?
বিটকয়েন মাইনিং এর ক্ষেত্রে আপনি যত পাওয়ারফুল সেটাপ ব্যবহার করবেন মাইনিং তত বেশি হবে। আমার এত বেশি ধারনা নেই এই সম্পর্কে তবুও গুগোল করে এই লিঙ্ক টা পেলাম আপনি বিস্তারিত দেখতে পারেন এখানেঃ
https://www.pcgamebenchmark.com/bitcoin-mining-tycoon-system-requirements আর আমার সাজেশন থাকবে বিটকয়েন মাইনিং সম্পর্কে বিস্তারিত জানতে এই ফোরামের
মাইনিং বোর্ডে ইংরেজি তে পোস্ট করুন ভালো উত্তর পাবেন।
আপনার ২য় প্রশ্নের সঠিক উত্তর কেউ এখনো শতভাগ আশ্বাস দিয়ে দিতে পারবেনা। তবে অনলাইনের বেশিরভাগ জায়গায় প্রচলিত তথ্য অনুযায়ী বিটকয়েন এর ম্যাক্সিমাম সাপ্লাই রিচ করবে ২১৪০ সালে। তবে তা ১০০% সত্যি কিনা এই সম্পর্কে কেউ বলতে পারবেনা।
বিদ্রঃ সকল তথ্য গুগোল এর সাহায্য নিয়ে বলা তাই আমি ১০০% সঠিক নাও হতে পারি।