Post
Topic
Board Other languages/locations
Merits 10 from 3 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 14/07/2020, 02:56:55 UTC
⭐ Merited by Quickseller (5) ,LoyceV (4) ,Pffrt (1)
এখন যদি বিটকয়েন মাইন করতে কী চায় তাহলে কেমন কম্পিউটার বিল্ড লাগবে? শুনলাম ২০২৫ এ নাকি বিট কয়েন ম্যাক্সিমাম সাপ্লাই রিচ করবে,কতটুকু সত্য?
চিপিইউ দিয়ে মাইনিং করতে পারবেন না। সেটা অনেক আগে সম্ভব ছিল। এখন মাইনিং এ অনেক বেশি পাওয়ারফুল রিসোর্স লাগে। বিটকয়েন মাইন করার জন্যে আলাদা ডিভাইস আছে। উদাহরণস্বরুপ- https://www.bitmain.com

https://www.nicehash.com এ গিয়ে বিভিন্ন মাইনার এর মডেল দিয়ে দেখতে পারেন কোন মাইনার কতটুকু প্রফিটেবল।

বিটকয়েন এর সর্বোচ্চ সাপ্লাই হতে ২১৪০ সাল পর্যন্ত লাগবে। আপনি বিটকয়েন ব্লক রিওয়ার্ড হিসাব করলে নিজেও বের করতে পারবেন সেটা।