Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
David48
on 18/07/2020, 05:44:59 UTC
⭐ Merited by nazmul30 (1)
আমি বিটকয়েনে নতুন। তাই আমি বিটকয়েন সম্পর্কে জানতে চাই। 
আসসালামু আলাইকুম

আমিও বিটকয়েন্টক ফোরামে নতুন এসেছি কিন্তু অনেক বড় বড় সিনিয়রদের ভাইদের পোস্ট পড়ে আমি অনেক কিছু জানতে পেরেছি । তার থেকে  আপনাকে সামান্য কিছু জানানোর চেষ্টা করব । বিটকয়েন্টক ফোরামে প্রথমত Scammer এর কোন জায়গা নেই।
যেহেতু আপনি এখানে নতুন এসেছেন সেহেতু আপনাকে বলব যে আপনি এখানে কাজ করবেন অত্যন্ত সুন্দরভাবে এবং সৎ ভাবে কাজ করবেন আপনার দ্বারা কারো ক্ষতি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং আপনি ভুলেও কোন scamer  আমার হতে যাবেন না এতে আপনার বিপদ হবে।অবশেষে আমি আপনাকে একটি কথাই বলবো এখানে কাজ করতে হলে আপনাকে প্রথমে সবকিছু ভালোভাবে বুঝতে হবে আর ভালোভাবে বোঝার জন্য আমি এই সিনিয়র ভাইটির একটি পোষ্টের লিংক আপনাকে শেয়ার করতেছি এই পোস্টটি ভালোভাবে পড়বে এতে করে আপনি সবকিছু করতে পারবেন।
https://bitcointalk.org/index.php?topic=631891.msg54670086#msg54670086