Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
showrav11
on 24/07/2020, 13:32:23 UTC
আপনি আমাকে এটা আমাকে এতা বলে, আপনার থ্রেডে আপনি যে তেলিগ্রাম লোগ ব্যবহার করছেন তা কোন ফরম্যাটের আর সাইজ টা কী? মার আপলঅড করতে হবে এই ইনফো গ্যাপের জন্য পারতেছি না।যদি পারেন আপনার লোগটা আমাকে মেসেজ করতে পারেন,ধন্যবাদ।

আপনার থ্রেডে ছবি যুক্ত করতে হলে আপনাকে মিনিমাম জে আর মেম্বার র‍্যাংক হতে হবে, না হলে আপনার পিক দেখা যাবেনা পোস্টে। আর এছাড়া আপনি যদি কপার মেম্বার র‍্যাংক কিনেন তাহলেও আপনি ছবি পোস্ট করতে পারবেন।

টেলিগ্রাম লোগোর জন্য নিচের কোড টা ব্যবহার করতে পারেনঃ

Code:

[url=http://t.me/fatema_op][img width=100 height=100]https://i.imgur.com/PnNBOUL.png[/img][/url]


এখানে টেলিগ্রাম লিংক আমার টা চেঞ্জ করে আপনার টা দিতে পারেন।
ধন্যবাদ! আপনি আমাকে আরেকতা বিশয়ে কনফার্ম করেন।আমি যখন পিএনজি ফাইল আপলোড করি তখন দেখা যায় পিছনে একতা কালো ব্যাকগ্রাউন্ড থ্রেডে চলে আসে।আপনার দেওয়া সাইজ অনুযায়ী আপলোড করলে কালো ব্যাকগ্রাউন্দ আসবে না,তাই তো?