Post
Topic
Board Other languages/locations
Merits 5 from 3 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 12/08/2020, 04:36:33 UTC
⭐ Merited by LoyceV (3) ,malekbaba (1) ,Pffrt (1)
কোন কয়েন বা টোকেন এর Total Supply এবং Circulating Supply কি? Total Supply এবং Circulating Supply এর মধ্য পার্থক্য কি?

Total Supply হলো মোট কতগুলি টোকেন সেই প্রজেক্ট মার্কেটে ছাড়বে কিংবা সর্বোচ্চ কয়েন/টোকেনের সংখ্যা যা মার্কেটে চলবে। আর Circulating Supply হলো বর্তমানে মার্কেটে কতগুলি কয়েন/টোকেন রয়েছে। উদাহরণ হিসেবে বিটকয়েনের Total Supply - 21,000,000 BTC, যা সর্বোচ্চসংখ্যক বিটকয়েন এবং Circulating Supply - 18,458,231 BTC, যা বর্তমান মার্কেটে রয়েছে। আর বাকি যে 2,541,769 BTC রয়েছে তা ধীরে ধীরে মাইনিং রিওয়ার্ডের মাধ্যে মার্কেটে চলে আসবে।