Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Mahdirakib
on 12/08/2020, 15:04:37 UTC
খুবই ভালো লাগলো।
মেরিট সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

আমার একটা মেরিট দরকার।
কেউ কি দয়া করে দিতে পারবেন।।                 

মেরিট এভাবে চাইলে পাওয়া যাবে না। আপনি মানসম্মত পোস্ট করলে আপনাকে মেরিট দেওয়া হবে। আপনার প্রোফাইল থেকে বোঝা যাচ্ছে আপনি বেশিরভাগ পোস্ট বউন্টি তে করেছেন। আবার এখানে আজ একই সিরিয়ালে তিনটি পোস্ট করেছেন (প্রথম, দ্বিতীয় ,তৃতীয়) যা স্প্যাম এর পর্যায়ে পরে। আপনি quote করে একসঙ্গে রিপ্লাই দিতে পারেন। এই বিষয় গুলো নিয়ে সতর্ক থাকবেন। আর সুন্দর মানসম্মত পোস্ট করলে আপনাকে অবশ্যই মেরিট দেওয়া হবে।