Trust wallet থেকে ethereum সেন্ড করতে যাবার সময় দেখলাম ethereum অনেক fee চাচ্ছে এত fee চাওয়ার কারণটা কি । 1 doller ethereum send করার জন্য 1 doller fee নিচ্ছে । Fee কম করার কি কোন উপায় আছে । যদি থাকে তাহলে আমাকে সাহায্য করুন
Trust wallet আমি কখনো ব্যবহার করিনি। তবে আপনি যে Wallet-ই ব্যবহার করেন না কেন Withdraw করার সময় আপনাকে একটা মিনিমাম ফি দিয়েই করতে হবে। এটাই নিয়ম। ঐ নূন্যতম ফি আপনাকে প্রদান করতে হবেই। যতো ডলার Withdraw করবেন ফি কিন্তু একই থাকবে। এজন্য করার সময় একটু বাড়িয়ে করবেন তাহলে ফি তেমন একটা গায়ে লাগবে না।