Post
Topic
Board Other languages/locations
Merits 4 from 2 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 15/08/2020, 18:25:41 UTC
⭐ Merited by LoyceV (3) ,Pffrt (1)
Trust wallet থেকে ethereum সেন্ড করতে যাবার সময় দেখলাম ethereum অনেক fee চাচ্ছে এত fee চাওয়ার কারণটা কি । 1 doller ethereum send করার জন্য 1 doller fee নিচ্ছে । Fee কম করার কি কোন উপায় আছে ।  যদি থাকে তাহলে আমাকে  সাহায্য করুন

এর প্রধান কারণ হলো ইথিরিয়ামের ট্রান্সজেকশন/গ্যাস ফি অনেক এবং এটি আমার দেখা ২০১৮ সালের পর সবচেয়ে বেশি ট্রান্সজেকশন/গ্যাস ফি। আপনি ইথিরিয়ামের ট্রান্সজেকশন/গ্যাস ফি https://etherscan.io/gasTracker ওয়েবসাইটতে পর্যবেক্ষণ করতে পারবেন এবং বর্তমানে ইথিরিয়ামের ট্রান্সজেকশন/গ্যাস ফি হচ্ছে ১১৭ জিওই (gwei) । আর ইথিরিয়ামের ট্রান্সজেকশন/গ্যাস ফি মূলত এই জিওই (gwei) ও গ্যাস লিমিটের (যেটির রেঞ্জ ২১,০০০ থেকে ৫০০,০০০ হয়) গুণফল হয়। আর এখনকার ট্রান্সজেকশন/গ্যাস ফি অনেক বেশি হ‌ওয়ার কারণে আপনার এত ফি লাগছে। এছাড়া সাধারণত সেন্ট্রালাইজ ওয়ালেটগুলোতে একটা নির্দিষ্ট ট্রান্সজেকশন/গ্যাস ফি দেওয়া থাকে, অনেক ওয়ালেটে তো এটা পরিবর্তনের উপায় থাকে না। তাই সকলের উচিত MyEtherWallet কিংবা MewConnect অথবা MetaMask ব্যবহার করা উচিত।