Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Fatemablabla
on 22/08/2020, 07:36:12 UTC
⭐ Merited by BitCoinDream (1)
Decentralized Finance (DiFi) কি? Decentralized Finance কিভাবে কাজ করে? বর্তমানে Decentralized Finance এর আওতায় কোন কোন coin/Token গুলো আছে?

ডিসেন্ট্রালাইজড মানে হলো যা কোনো সরকার বা কোম্পানির আওতায় নেই। ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স(ডেফি) একটি আর্কিটেকচার যা কোনো কোম্পানি বা সরকারের নিয়ন্ত্রনে নেই। এই আর্কিটেকচারে অন্যান্য বিনোয়গকারী এবং উদ্যোক্তাগন নতুন করে বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারবেন। এখানে হয়ত পুরোটা বিস্তারিত জানানো সম্ভব নয়। কিন্তু আপনি এই লিঙ্ক এ গিয়ে ডেফি সম্পর্কে সম্পূর্ন জানতে পারবেন। লিঙ্কঃ https://defipulse.com/blog/what-is-defi/

আর ডেফি এর অন্তর্ভূক্ত টোকেন এবং কয়েন সম্পর্কে জানতে আপনি কয়েনমার্কেট এবং কয়েনগেকো থেকে জানতে পারবেন। নিচে আমি লিঙ্ক দিয়ে দিলাম।
1. https://coinmarketcap.com/defi/
2. https://www.coingecko.com/en/defi