Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Rafiqul123
on 29/08/2020, 13:03:38 UTC
snip

এই কারনেই আমি উনার এই পোস্ট গুলোতে কোনো মেরিট দেই নাই। আমি জানতাম উনি পোস্ট গুলো কপি করে এনেছে কারন এগুলো আমি কোথাও পড়েছিলাম এমন মনে হচ্ছিল। সময়ের অভাবে আমি রিচার্স করতে পারি নাই। আপনাকে ধন্যবাদ আপনার সময় অপচয় করে সবগুলো আসল আর্টিকেল এর লিঙ্ক দিয়েছেন।

আর কামরুল ভাই আমি জানিনা আপনি কেন এমন করেছেন। আপনার এখন উচিত হবে সবগুলো পোস্ট নিজের থেকে ডিলেট করে দেওয়া, কারন আমি এখন রিপোর্ট দিলে আপনার আইডি উড়ে যাওয়ার চান্স ৯০%। তাই নিজ থেকে ডিলেট করেদিন সবগুলো কপি পোস্ট আমাদের যেন দ্বিতীয় বার বললতে না হয়।
বিষয়টা আমি পুরোপুরি জানতাম না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিষয়টা সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
শুভকামনা রইলো।।