সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে আমরা যখন কোন কয়েন বা টোকেন ডিপসিট করি, আমরা আমাদের টোকেন কি এক্সচেঞ্জের হাতে তুলে দেইনা ? তখন সম্পদের সম্পূর্ণ মালিকানা কি আমাদের থাকে? এটা ক্রিপ্টোর উদ্দেশ্য ?
সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে ক্রিপ্টো রাখালে অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে পারেন, এটা সত্য এবং এই বিষয়টি আমিও বার বার পূর্ববর্তী পোষ্টে অনেকবার বলেছি। এছাড়াও আরো একটি বিষয় বলেছি যে, সবসময় সেই ওয়ালেটে ক্রিপ্টো রাখবেন যেটার প্রাইভেট কি অথবা প্রবেশাধিকার আপনার কাছে আছে। তবে আপনার পূর্বের পোষ্ট আপনি যেমন করে কথাটা বলেছেন, সেটি পোষ্টের রিপ্লাইয়ের সাথে মিল রাখেনি আমার কাছে। কারণ আপনি সম্পূর্ণরূপে কথাটি লেখেন নাই।

আমি বলেছিলাম ক্রিপ্টোর মূল্য , মূল্যবান ধাতু/ তেলের বাজার মুল্্যের মত নয়, speculative (অনুমান নির্ভর)। আমার এই কথাও ভুল ?
আমি এটির সাথে ৫০-৫০ এর মধ্যে আছে। কারণ সব ক্রিপ্টো এমন না এবং বিটকয়েনের তো একবারেই সঠিক বলা যায় না। কারণ বিটকয়েনে যখনই এডোপশন হয়, তখনেই মূল্য উদ্ধগতি দেখা যায়। এছাড়াও আরো কিছু বিষয় থাকে এবং অনেকে তো অনুমান করে বলে বিটকয়েন ২০২১ সালে ৩-৫ লক্ষ ডলারে যাবে। যদি সম্পূর্ণরূপে অনুমান নির্ভর হয়, তাহলে এই অনুমান দেখার অপেক্ষায় রইলাম।
নোট: আমি বিটকয়েনে বিশ্বাস রাখি। কারণ বিটকয়েনের মূল্য ওঠানামা করলেও আজ হোক আর কাল হোক বৃদ্ধি পাবে। আর হয়তো বিটকয়েনের মূল্য অদূর ভবিষ্যতে ১ মিলিয়ন ডলারেও যাইতে পারে।

আশা করি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় নিয়ে উত্তর দিবেন
অবশ্যই, উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত যেখানে কোনো নতুন কিছু জানতে পারবো।
