Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 29/08/2020, 20:03:03 UTC

অন্যের জ্ঞানকে সম্মান করি। যদি আমার কথা গুলা যৌক্তিক ছিল, আমার সব কথার চুল চেড়া বিশ্লেষণ করে  আবার আমার কথায় ফেরত এলেন বেশিরভাগক্ষেত্রে। প্রাসঙ্গিকভাবেই প্রবাদ বলেছিলাম, আপনি হয়ত আরও ডিটেইল উত্তর চান। 
ভবিষ্যতে বিটকয়েন এর মুল্য বাড়বে। মোট বিটকয়েনের সংখ্যা হবে ফিক্সড, চাহিদা বাড়বে। মানুষের মাঝে ক্রিপ্টো জনপ্রিয় হবে, এসব কিছু মিলিয়ে বলা হয়েছে, ক্রিপ্টোর দাম অনুমান নির্ভর। কিন্তু তেল বা মুল্যবান ধাতুর দাম এরুপ নয়। আপনি হয়ত স্পেকুলেটিভ কথার শাব্দিক অর্থ নিয়ে কনফিউযড 

মজা পাইলাম অনেক 🤣🤣। মাফ করবেন, আমি আপনার মতো ম্যানুপুলেশন করি না। আর আমি আগের পোষ্টেই বলেছি যে, আপনার বলা স্পেকুলেটিভ বা অনুমান কথার সাথে আমি ৫০% একমত, কিন্তু সম্পূর্ণরূপে নয়।  আমি যদি  আপনার বলা স্পেকুলেটিভ এর শাব্দিক অর্থ নাই বুঝি বুঝাই দেন। শুধু একটাই কথা, করো কাছে ৬ আর কারো কাছে ৯ এবং কে কোন দিক বা দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখতেছে, সেটা তার উপর নির্ভরশীল। আর একটা বিষয় শেষ না করে অন্য একটি বিষয়ে যাওয়ার মাধ্যমে ম্যানুপুলেশন না করলে খুশি হব। আপনি যেখানে ঠিক, আমি সেখানে অবশ্যই সহমত পোষণ করেছি এবং ভবিষ্যতেও করব, কিন্তু একটা রিপ্লাইয়ের অন্য মানে/অর্থ বের করার মানে কিছুই দেখি না। আমার প্রথম রিপ্লাইয়ের বিষয় ছিলো " লিব্রা আদৌ রিয়েল ক্রিপ্টো কি না?" আর আপনি বিষয়টি কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছেন। আপনার রিপ্লাইয়ের বিষয়টি ছিলো বিটকয়েন/ ক্রিপ্টো কেন্দ্রিক। আমি রিপ্লাইয়ের কোনো যৌক্তিকতা খুজে পাইলাম না। আবারো বললাম,  করো কাছে ৬ আর কারো কাছে ৯ এবং কে কোন দিক বা দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখতেছে, সেটা তার উপর নির্ভরশীল।