Post
Topic
Board Other languages/locations
Merits 20 from 7 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
pankowri
on 30/08/2020, 12:28:05 UTC
⭐ Merited by Royse777 (5) ,LoyceV (5) ,Quickseller (5) ,EFS (2) ,BitCoinDream (1) ,Pffrt (1) ,Fatemablabla (1)
কিপ্টোকারেন্সির ভবিষ্যত কেমন...?

পৃথিবীর বিভিন্ন দেশে কিপ্টোকারেন্সির কদর বেড়েই চলেছে।
এটা নিয়ে আপনি অনেক কিছু জানেন এটা আমি বিশ্বাস করি। কারন ছর পরের লাইন টাই তার প্রমাণ। যাই হোক ক্রিপ্টোকারেন্সি এর কদর যেহেতু বেড়েই চলেছে তাহলে সমানতালে কিন্তু এর একসেপটেন্সি ও বেড়ে চলেছে। মানুষ নতুন জিনিস জানছে। নিজের কাজের গোপনীয়তা রক্ষার সুযোগ পাচ্ছে। বড় বড় ডিল করার সুযোগ রয়েছে। ট্রেডিং এর বিস্তৃতি সম্পর্কে আশা করি আর বলা লাগবেনা। দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে মোটামুটি এখনকার যুগে ভালো থেকে শুরু করে অনেক খারাপ কাজ সম্পন্ন করার কাজেও ক্রিপ্টোকারেন্সির ব্যবহার লক্ষনীয়। আশা করি বুঝতে পেরেছেন। একটু গুগল করলে আরো ভালো বুঝতে পারবেন।

আমাদের বাংলাদেশের ৯৯% মানুষ বিটকয়েন কি তা জানেই না।
আপনার ধারনাটি সঠিক নয়। কারন আমাদের দেশের ১% মানুষ এখনো অনলাইন শপিং করে না। আর বিটকয়েন তো অনেক পরের হিসাব। জাস্ট উদাহরণ হিসেবে বললাম। অনলাইন শপিং এখন আমাদের দেশে খুবই ভিজিবল জিনিস, এতো এতো মানুষ কেনাকাটা করেও সেটা ১% এ আনা সম্ভব হয় নি। হাইপোথেটিক্যাল উদাহরণ থেকে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন।
অনেক দেশ থেকে কত ক্রিপ্টোকারেন্সি  কত এক্সচেঞ্জ লঞ্চ হচ্ছে। আশা করি আমার দেশ ও এগিয়ে যাবে এই অনলাইন কারেন্সি তেও। Smiley
আমাদের দেশ পরবর্তী ৫০ বছরেও ক্রিপ্টোকারেন্সি এর বৈধতা পাওয়ার কোনো চান্স নাই। আর দেশ পরিচালনার প্রতিটি দপ্তর প্রায় ধ্বংস। যাই হোক এটা আমাদের কাছে দিবা স্বপ্ন বৈ কিছুই না। তারপরও আমরা আশা রাখি একদিন হবে।