আমার account এ red trust আসছে। এটা remove করবো কিভাবে। দয়া করে সাহায্যে করুন।
এই রেডট্রাস্ট আপনি রিমুভ করতে পারবেন না। এই ফোরামে একই সাথে ২আইডি দিয়ে বাউন্টি জয়েন করা নিষেধ। কিন্তু আপনি এই অপরাধ করেছেন এবং ধরাও খেয়েছেন। তাই বাউন্টি ম্যানেজার আপনাকে রেডট্রাস্ট দিয়েছে। এখন যদি ঐ ব্যাক্তি নিজের থেকে রিমুভ না করে তাহলে কেউই এই র্যাড ট্যাগ রিমুভ করতে পারবেনা।