আমি আপনাকে পজেটিভ ট্রাস্ট দিতে পারবোনা। কারন আপনার সাথে আমার কোনো ট্রাঞ্জেকশন হয় নাই, অতীতে কোনো ডিল হয় নাই। আর চাইলেই কাউকে পজিটিভট্রাস্ট দেওয়া যায় না। তাই এগুলো ২য় বার আর না বলার অনুরোধ রইল।
আর আপনি রেড ট্রাস্ট খাবেনই। কারন আপনি ২-৩টা আইডি দিয়ে একসাথে বাউন্টি করতেছেন। যেটা ফোরামে নিষেধ করা আছে। তারপরেও আপনারা বেশিরভাগ ফোরামে জয়েন করার পর যখন দেখেন যে কাজ করা সোজা, তখন একেকজন ৩-৫টা আইডি খুলে কাজ শুরু করে দেন। কেন ভাই ১আইডি দিয়ে কি ইনকাম হয় না আপনাদের? এত লোভী কেন আপনারা। এই জন্যই অতি লোভে তাতি নষ্ট। কয়েকদিন পর সব আইডি রেড খেয়ে বসে থাকে।