Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 02/09/2020, 16:37:49 UTC
⭐ Merited by Pffrt (1)
২। অকেন সময় বেআইনি কাজে ব্যবহার করা হয়।

বিটকয়েন ডিপ+ডার্ক ওয়েব মার্কেটে বেশি ব্যবহার হয়, এজন্য অনেকে বলে যে এটি বেআইনি কাজে ব্যবহার হয়। তবে একটি উদাহরণ দিয়ে বলব যে, ধারালো হাতিয়ার/চাকু দিয়ে যেমন সবজি কাটা যায়, তেমনি মানুষকে আহত/নিহত করা যায় এবং সেটির ব্যবহার কে কেমন করে ব্যবহার করতেছে, তা উক্ত ব্যক্তির উপর নির্ভর করে।

৩। কোন সেবা না পেলে তার মূল্য আর ফেরত পাওয়া যায় না।

Huh ভাই বিস্তারিত বলেন, আমি লাইনটা অনেকবার পড়লাম এবং সকল দিক থেকে ভাবলাম কিন্তু কোন বিষয়টি উল্লেখ করতে চাইতেছেন, সেটি এখনো মাথায় আসলো না। এককথায় দ্বিধাদ্বন্দে আছি।

৪। বিটকয়েন ওয়ালেট নষ্ট হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না।

চরম মজা পাইলাম আরকি। ভাই সবসময় ওয়ালেটের সেটি হার্ডওয়ার হোক কিংবা সফটওয়্যার হোক, প্রাইভেট কি/ মেমোরিক ফ্রেজ যত্নসহকারে কোথায় লেখে রাখবেন। এতে ওয়ালেট নষ্ট হলেও আপনার কোনো সমস্যা হবে না। কারণ যতক্ষণ প্রাইভেট কি/ মেমোরিক ফ্রেজ আপনার কাছে থাকবে, আপনি যখন খুশি যেখান থেকে মন চায় ওয়ালেটে প্রবেশ করতে পারবেন।  Wink