Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 02/09/2020, 16:47:33 UTC
ভাই,আপনার কাছে একটা অনুরোধ, আমার account এ red Trust আসছে। আমার ২০+ বান্টি জয়েন করা। দয়া করে একটা পোজেটিপ ট্রাস্ট দিবেন। আমার পোস্ট লিঙ্কঃ https://bitcointalk.org/index.php?topic=631891.msg54878471#msg54878471

আপনাকে আমি ওই পোষ্টটিতে মেরিট দিয়েছিলাম , কারণ আপনার রিপ্লাই করা তথ্যটি সঠিক ছিল। কিন্তু আপনি মেরিট পেয়ে হয়তো অনেক আবেগী হয়ে গেছেন এবং অন্যের পোষ্ট কপি-পেষ্ট করা শুরু করছিলেন, যা ছিলো আপনার সবচেয়ে বড় ভুল। এছাড়াও ফোরামে একের অধিক একাউন্ট ব্যবহারের নিয়ম থাকলেও বাউন্টি/সিগনেচার ক্যাম্পেইনে দুর্নীতি করার কিংবা একের অধিক একাউন্ট দিয়ে একটিমাত্র ক্যাম্পেইনে যোগদানের কোনো নিয়ম নেই। আর এটা যদি কেউ করে, তাহলে সকল একাউন্ট ব্যান ইভেয়েশনের মাধ্যমে ব্যান করা হয়। অনেক লিগেন্ডারি একাউন্টকে এমন দুর্নীতি করার জন্য ব্যান করা হয়েছে। তাই আপনাকে এবং সকল ইউজারকে বার বার বলা হয়েছিল যে, ফোরামের নিয়ম এবং লোকাল ফোরামের নিয়মগুলো বার বার পড়ে দেখতে । আশা করি অন্যান্য নতুন মেম্বাররা এনার এসব কর্মকান্ড থেকে শিক্ষা নিবেন।