Post
Topic
Board Other languages/locations
Merits 19 from 6 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
malekbaba
on 05/09/2020, 16:51:22 UTC
⭐ Merited by Royse777 (5) ,LoyceV (5) ,suchmoon (4) ,Quickseller (3) ,Pffrt (1) ,pankowri (1)
Exchange এ ট্রেডিং করার সহজ কোন নিয়ম আছে কি ?
ট্রেডিং সহজ বিষয় নয়। ক্রিপ্টো বা স্টক , যে কোন ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ। তার থেকেও বেশি ঝুঁকিপূর্ণ অন্য ট্রেডারের উপদেশ শুনতে যাওয়া। প্রতিটা ট্রেড আলাদা। এর কোন বাধা ধরা নিয়ম নাই। আপনি কিছু বিষয় মাথায় রেখে বিনিয়োগ করলে হয়ত সামান্য ঝুঁকি মুক্ত থাকা সম্ভব। যেমনঃ
১* সব পুঁজি একটা টোকেন বা স্টকে ইনভেস্ট না করা। এবং এক বারেই সব পুঁজি বিনিয়োগ না করা। এতে করে আপনার শেয়ারের দাম কমে গেলে আপনি পুনরায় কম দামে খরিদ করে লস কমাতে পারবেন না।
২*  আপনি পণ্য কিনবেন, বেচবেন। আবেগি হয়ে বিনিয়োগ করবেন না।
৩* কোন টোকেন বা শেয়ারের দাম খুব বেশি উঠানামা করতে থাকলে তখন ট্রেড করবেন না
৪* যা কিনবেন, খুব ভাল করে জেনে নিবেন, পণ্য এর বাজার, টিম কেমন, রোড ম্যাপ, টাইম লাইন, হোয়াইট পেপার এসব না জেনে বিনিয়োগ করবেন না। ট্রেড করবেন না।

আরও অনেক কথা আছে। গ্রুপ এর অন্যান্য মেম্বার আরও অনেক মূল্যবান কথা বলতে পারবেন