Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 3 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 20/09/2020, 14:02:14 UTC
⭐ Merited by Cadaver20 (1) ,Little Mouse (1) ,BitCoinDream (1)
আপনারা কেউ UNI/ETH pool অথবা Uniswap Liquidity Mining এ অংশগ্রহণ করেছেন কি? করে থাকলে অভিজ্ঞতা কেমন জানাবেন।

যারা বিষয়টা সম্পর্কে জানেননা, তারা আগে এইটা পরে নেন - https://uniswap.org/blog/uni/

আমি অংশগ্রহণ করেছি এবং মাইনিং রিওয়ার্ড তারাই বেশি পাবে, যারা লিকুইডিটি বেশি দিতে পারবে। আমি মূলত ETH-USDT পেয়ারে লিকুইডিটি দিয়েছি এবং সর্বমোট $২৫০ এর ETH-USDT জমা করতে লেগেছে ( মোট ডলারের ৫০% ETH এবং ৫০% USDT পেয়ারে দিতে লেগেছে) । আর ইথিরিয়াম নেটওয়ার্কের গ্যাস ফি বেশি হওয়াতে প্রতিটি ট্রান্সজেকশন করতে $১২ এর ইথিরিয়াম ট্রান্সজেকশন ফি দিতে লেগেছে । আমার ২টি ট্রান্সজেকশনে কম gwei ব্যবহার করায় বিফলে যায় এবং আমাকে $২৩ অতিরিক্ত লাগে।তাই লিকুইডিটি প্রভাইড করার পর যখন Uni-Lp-Token টি মাইটিং অংশে জমা দিবেন, তখন একটু বেশি gwei কিংবা গ্যাস ফি ব্যবহার করিয়েন। নিচে আমার প্রতি সপ্তাহের রিওয়ার্ডের স্ক্রিনশট দিলাম।