Ethereum ২.০ কি? (What is Ethereum 2.0)
আসলে ইথেরিয়াম ব্লকচেইন এর আপডেট ভার্সন কেই ইথেরিয়াম ২.০ বলে। আমরা যেমন এন্ড্রয়েড এর নতুন নতুন ভার্সন কে এন্ড্রয়েড ৯.০ বলি এমন।
ইথেরিয়াম এর এই নতুন আপডেটেড ব্লকচেইন আগের ব্লকচেইন থেকে অনেক বেশি উন্নত। এই আপডেট এর মুল লক্ষ্য ইথেরিয়াম ব্লকচেইন এর ট্রাঞ্জেকশন এর গতি বৃদ্ধি করা, এর দক্ষতা, স্কিল ব্যবহার আরো বাড়ানো। এছাড়াও এর ব্যবহার সহজ করার চেষ্টা করা হয়েছে।