Ethereum ২.০ কি? (What is Ethereum 2.0)
ইথেরিয়াম 1.0 এর সাথে, নেটওয়ার্কটি প্রতি সেকেন্ডে প্রায় 30 টি লেনদেনকে সমর্থন করতে পারে, এবং এটি বিলম্ব এবং ধীরের কারণ হয়।
এখানে এই তথ্যটি সম্পূর্ণ সঠিক নয়। আপনি আবার একটু দেখে নিবেন। Ethereum প্রতি সেকেন্ডে ~১৫ টা ট্রানজেকশন করতে পারে। আর আমি এটি পড়েছি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি ব্লগ থেকে (নিচে তার লিংক দিয়ে দিব, Speed শিরোনাম এর প্যারাটি দেখে নিয়েন।
Ethereum, ২০১৫ সাল থেকেই বহুল আলোচিত ও জনপ্রিয়। কিন্তু ফি এবং এর গতি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তখন থেকেই ডেভেলপাররা এটা নিয়ে কাজ শুরু করে আর ETH2 ই হবে এর সবচেয়ে বড় আপডেট যা ট্রাঞ্জেকশন এর গতি বৃদ্ধি করবে, আর নেটওয়ার্ক জনিত সকল সমস্যার সমাধান হবে। আর ধারনা করা হচ্ছে, এই আপডেট হবার পর ETH Blockchain আরো বেশি নিরাপদ ভাবে ব্যবহার করা সম্ভব হবে, সেই সাথে এর প্রয়োগ বৃদ্ধি পাবে।