Ethereum Transaction Fees 82% হ্রাস পেয়েছে। ইথেরিয়াম ব্লকচেইনে লেনদেন Transaction Fees গড়ে ২ সেপ্টেম্বর, থেকে October 4 পর্যন্ত ১২ ডলার থেকে মোটামুটি ২ ডলারে নেমে এসেছে।
এটি কখনোই নির্দিষ্ট নয়, কারণ প্রতিদিনই গ্যাস ফি কম-বেশি হচ্ছে, তবে এটা সত্য যে সর্বোচ্চ ট্রান্সজেকশন/গ্যাস ফি থেকে অনেকটা হ্রাস পেয়েছে। যদি কেউ ইথিরিয়াম নেটওয়ার্কের বর্তমান গ্যাস ফি খুবই নান্দনিক উপায়ে দেখতে চান তাহলে
https://txstreet.com/v/eth পরিদর্শন করুন এবং ইথিরিয়াম ব্লকচেইনের কোন টোকেন কেমন গ্যাস ফি ব্যবহার করতেছে, সেটিও জানতে পারবেন।
