ফোরামে এমন কি কোন নিয়ম আছে যে প্রতিদিন ১-১০ তা পোস্ট করা যাবে এবং প্রতিটি পোস্ট এ একটা থেকে আরেকটা পোস্ট এ কতটা সময় নেয়া প্রয়োজন? আর প্রতিদিন কতো পোস্ট করতে পারবো অন্য ফোরামে অথবা কতো পোস্ট করা উচিত একাউন্ট এর সুরক্ষার জন্য? এই বিষয়ে বিস্তারিত এবং সুস্পষ্ট ধারণা চাই?
আগের পোস্টগুলো পড়লে এইগুলোর উত্তর খুজে পেতেন সহজে। ছোট খাটো ব্যাপার গুলো এইখানে অনেকবার পোস্ট করা হয়েছে ভাই। শুধু একটু খুজে দেখা লাগে।
প্রতিদিন কয়টা পোস্ট করতে পারবেন এইরকম কোন নিয়ম নেই। কোয়ালিটি ঠিক রেখে আপনি যা ইচ্ছে পোস্ট করতে পারবেন। পোস্ট যদি স্পাম না হয় আপনি ঘন্টায় ১০টা পোস্ট করলেও সমস্যা নেই।