Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
laredo7mm
on 09/11/2020, 09:34:27 UTC
আমি কখন signature ক্যাম্পেইনে জয়েন করতে পারবো? আমি signature ক্যাম্পেইনের পোস্ট কোথায় কোথায় করতে পারবো এবং আমি কি লোকাল Bord  এ signature ক্যাম্পেইনের পোস্ট করতে পারবো?
আপনি সর্বনিম্ন Jr. member rank থেকে signature campaign জয়েন করতে পারেন। যেমন এই বান্টিটি দেখুন Bounty Link
কিন্তু কিছু বান্টি রয়েছে যেগুলো Member rank ছাড়া জয়েন করা যায় না। যেমন এই বান্টিটি দেখুন Bounty Link

আপনি Signature ক্যাম্পেইন জয়েন হওয়ার পূর্বে অবশ্যই Signature ক্যাম্পেইন নিয়ম গুলো মনোযোগ দিয়ে পড়ে নিবেন।
আমি কিছু নিয়ম উল্লেখ করছিঃ
১. Post on Auction, Off-topics, Giveaways/Airdrop, যে কোন ধরনের Local Forums, Beginners and Help এবং Any Bounty Thread এই জায়গায় গুলো পোষ্ট করলে গ্রহন যোগ্য হবে না।
২. ৭০-১০০ characters পোষ্ট create করতে হবে।
৩. সর্বোচ্ছ আপনি ৩ থেকে ৪ টি পোষ্ট প্রতিদিন করতে পারবেন।
৪. সাধারনত Red Trust account গ্রহন যোগ্য হয় না।

কখনো কোথাও থেকে Copy paste মারবেন না। Forum এর নিয়ম সর্ম্পকে জানতে এখানে দেখুন

সিগ্নেসার ক্যাম্পেইন করতে হলে অনেক নিয়ম মানতে হয় মনে হয় তারকারন সিগ্নেসসার ক্যাম্পেইন এ সব জায়গাতে আলাদা আলাদা নিয়ম যে কারনে  সিগ্নেসার করা অনেক কঠিন সিগ্নেসার এ আইডি ব্যান করে দেয় মনে হয়।
না আপনার ধারনা সঠিক না। সিগনেচার ক্রাম্পেইন করার জন্য ব্যান করেনা। আপনে যদি অপ্রাসঙ্গিক বা খুবই নিম্ন মানের পোস্ট করেন তাহলে ব্যান করতে পারে। আসলে সরাসরি প্রথমবারে ব্যানও করেনা। প্রথমে তারা ৭ দিন এর পরে ১৫ দিন তারপরে ৩০ দিন এভাবে ব্যান করে। এই দিন গুলোতে আপনে কোন কমেন্ট করতে পারবেন না। এগুলো আপনার জন্য ওয়ার্নিং এর মতো। এর পরেও যদি ভুল করতে থাকেন তাহলে একবারে ব্যান করে দিবে।