⭐️সচেতনতা মূলক একটি পোষ্ট:::::::⭐️
আপনি যখন বাইন্যান্স বা অন্য কোন ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ সাইটে ট্রেড করার জন্য একাউন্ট খুলবেন তখন যে বিষয় গুলো নোট করে রাখবেন তা হচ্ছে:-
১। আপনার ইমেল
২। যে পাসওয়ার্ড ব্যবহার করবেন তা মনে রাখবেন।
৩। আপনি যেই তারিখ একাউন্ট খুলবেন সেই তারিখ নোট করে রাখবেন।
৪। একাউন্ট খুলার পরে একাউন্ট ভ্যারিফিকেশন করার জন্য ডকুমেন্ট সাবমিট করে থাকলে কি ধরনের ডকুমেন্ট দিলেন তা নোট করে রাখবেন।
৫। আপনি যেই তারিখ ডকুমেন্ট সাবমিট দিলেন তা নোট করে রাখবেন।
৬। আপনার ডকুমেন্ট তারা ভ্যারিফাই করলে, কোন তারিখ আপনার একাউন্ট ভ্যারিফাই করলো তাও নোট করে রাখবেন।
৭। একাউন্ট সিকিউরিটি বাড়ানোর জন্য 2FA একটিভ করতে চাইলে, 2FA একটিভ করার সময় যে ব্যাকআপ কোড আপনাকে দেখানো হবে, সেই কোডটিও নোট করে রাখবেন।
৮। আপনি যেই তারিখ 2FA একটিভ করে থাকবেন সেই তারিখও নোট করে রাখবেন।
৯। যদি কোন সময় 2FA ডিএকটিভ করে থাকেন তবে আবারও সেই তারিখও নোট করে রাখবেন।
নতুনদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। আমি নতুন অবস্হায় এক্সচেঞ্জ গুলোতে Account করে kyc করে রাখতাম কিন্তুু 2FA key সেভ করে রাখতে ভুলে যেতাম, আর ফোন কোন সময় রেসেট দিলে তখন এক্সচেঞ্জ গুলোতে access নিতে পারতাম না, তখন অনেক সমস্যা তে পরতে হতো।
[/সত্যি ভাই আপনি খুব খুব গুরুত্বপূর্ণ কথা সরন করিয়ে দিলেন, সত্যি এই কথা গুলা অনেকেই সরন করিয়ে দিবে তার হাড়িয়ে জাওয়া একাউন্ট এর কথা সে হয়তো আর এই ভুল গুলো করবে না আপনার পোস্ট পড়ার পরে ধন্যবাদ আপনাকে,]