Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 15/11/2020, 15:09:21 UTC

৭। একাউন্ট সিকিউরিটি বাড়ানোর জন্য 2FA একটিভ করতে চাইলে, 2FA একটিভ করার সময় যে ব্যাকআপ কোড আপনাকে দেখানো হবে, সেই কোডটিও নোট করে রাখবেন।

ভাই এত তারিখ প্রথমত মনে রাখার দরকার নেই এবং আপনি যেটি বলেছেন যে, এক্সচেঞ্জে KYC করার বিষয়টি। আমি সকলকে বলব যে, যদি দরকার না পড়ে , তাহলে আপনারা কখনোই কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে KYC করবেন না, কারণ এটি আপনার একটি অসুবিধার কারণ হতে পারে, যদি আমাদের দেশের সরকার ক্রিপ্টো ব্যবহাকারীদের জন্য কোনো আইনী ব্যবস্থা গ্রহণ করে ( যদিও এর সম্ভাবনা খুবই কম এবং ব্যান তুলে নেওয়ার সম্ভাবনা কিছুটা দেখতে পাইতেছি। আর আগেই বলে রাখলাম, এটি কুকয়েনের p2p এর জন্য নয়।) ।

এখন আসি, 2FA এর বিষয়টি নিয়ে। অনেকে গুগলের অ্যাপটি ব্যবহার করে থাকেন এবং মোবাইল রিবুট/রিস্ট্যাট দিলে সব হারিয়ে যায় ( যদি ব্যাকআপ কী সযত্নে না রাখেন)। এরজন্য একটি সমাধান আছে এবং সেটি হলো, Authy নামে একটি অ্যাপ আছে। এই অ্যাপটিতে যদি মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে রাখেন ( মোবাইল নাম্বার ব্যবহারে কারো আপত্তি না থাকলে ), তাহলে মাল্টিপল ডিভাইসে ব্যবহার করতে পারবেন কোনো ব্যাকআপ কী এন্ট্রি না করেই। আর মোবাইল রিবুট/রিস্ট্যাট দিলে, কোনো সমস্যা নাই । কারণ মোবাইল নাম্বার দিয়ে একাউন্টে সাইন ইন করলে সবগুলো আবার ব্যাকআপ অটোমেটিক হয়ে যায়, শধুমাত্র Authy অ্যাপে যে ব্যাকআপ পাসওয়ার্ড ব্যবহার করবেন সেটি ভালো করে মনে রাখবেন।

Authy অ্যাপের লিংক: https://authy.com/download/