বাংলাদেশীরা কই সবাই একটু কমেন্টস কর ভাই
আছি ভাই কেমন আছেন? কাজ করতে যাই ভাই কিন্তু ভালো কাজ পাচ্ছি নাহ। আপনি কি নিয়ে কাজ করেন ভাই? আর কতোবছর ধরে কাজ করছেন?
আপনি সবে মাত্র একাউন্ট করেই কাজ করতে চাচ্ছেন বিষয়টা আসলে তেমন না। আপনাকে আগে ফোরামের রুলস এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু ধারণা অর্জন করতে হবে। এজন্য আপনি ফোরামের বিভিন্ন সেকশনে গিয়ে বেশি বেশি পোস্ট পড়তে থাকুন। গুগলে বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করে জানার চেষ্টা করুন। কয়েনমার্কেটক্যাপে গিয়ে বিভিন্ন কয়েন এর আপডেট জানুন। বিভিন্ন একচেঞ্জ সম্পর্কে ধারণা অর্জন করুন। বিভিন্ন ওয়ালেট সম্পর্কে ধারণা নিন। আর প্রতিদিন ফোরামে ১-২ টি করে মান সম্মত কমেন্ট করুন।
যখন আপনি মোটামুটি বেসিক ধারণা পাবেন পাশাপাশি অন্তত আপনার ২৮ একটিভিটি হবে তারপর বাউন্টি করার চিন্তা ভাবনা করলে বেটার হবে।
জি! আপনি ঠিক বলেছেন। ক্রিপ্টোতে আসলে হলে অবশ্যই এর সম্পর্কে যথেষ্ট জ্ঞানের প্রয়োজন। এখানে অনেক স্কামিং ও জালিয়াতি বিদ্যমান। নতুনদের জন্য রয়েছে অসংখ্য ফাঁদ। তাই নতুনদের উচিত ক্রিপ্টো নিয়ে অনেক অনুন্ধান করা। এবং যে প্রোজেক্ট কাজ করবে সে প্রোজেক্ট সম্পর্কে অনুসন্ধান করা।