Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Cadaver20
on 21/11/2020, 11:50:13 UTC
তাই আমি এইটা বাংলাতে লিখে শেয়ার করছি।
ভাই আপনি যদিও অনেক কষ্ট করে বাংলায় অনুবাদ করেছেন কিন্তু এই বাংলা পড়ে যতটা না সহজে বিষয়টা বোঝা যায় তা চেয়ে ইংরেজিতে পড়ে সহজে বুঝা যায়। বিষয়টা আমি আরো একটু পরিস্কার করতে চাই।

ধাপ ১: প্রথমে আল্টকয়েকটক ফোরামে একটি একাউন্ট খুলতে হবে। সেই একাউন্টের Username এবং আপনার বিটকয়নটক একাউন্টের Username একই হতে হবে।
https://www.altcoinstalks.com/index.php

ধাপ ২: এরপর আপনার আল্টকয়েকটক একাউন্ট লিঙ্ক বিটকয়নটক একাউন্টের ওয়েবসাইট বা যেকোন জায়গায় সেট করতে হবে।

ধাপ ৩: এরপর আল্টকয়েকটক ফোরামের এডমিনকে আপনার আল্টকয়েকটক একাউন্টের লিঙ্ক, বিটকয়নটক একাউন্টের লিঙ্ক, Username এবং rank মেসেজ করে পাঠাতে হবে।
https://www.altcoinstalks.com/index.php?action=pm;sa=send;u=1

সতর্কতা
ভাই আপনি রেফারেল লিঙ্ক ব্যবহার করেছেন। এটা বিটকয়েনটক ফোরামের নিয়ম বহির্ভূত।
বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন।
৪. কোন রেফারেল কোড বা রেফারেল লিঙ্ক পোস্ট করবেন না। এটি স্প্যাম বলে গণ্য হবে।