বাংলাদেশী সাব ফোরামতে অনেক কোয়ালিটি পোস্ট হচ্ছে ইদানিং। কিন্তু সে তুলনায় মেরিট ডিস্ট্রিবিউশন হচ্ছেনা। আমাদের সাব ফোরাম এ কি কোনো মেরিট সোর্স আনা যায় না। আমাদের লোকাল বোর্ড এর মেম্বার সারা বাইরের কেউ কখনো মেরিট দিতে দেখিনা। এই বিষয়ে ওপরের লেভেল এ যারা আছে তাদের কিছু একটা করা উচিত। আর বাংলাদেশী মেম্বারদের লোকাল বোর্ড সারা অন্য বোর্ড এ মেরিট না দিতে রিকোয়েস্ট করছি। আমাদের লোকাল বোর্ড এ কোনো মেরিট সোর্স নাই তাই নিজেদের মেরিট লোকাল বোর্ড মেম্বারদের মধ্যে contribute করলেই বেশি ভালো হবে বলে আমার মনে হয়।