Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
pankowri
on 26/11/2020, 02:05:32 UTC
১। নিউবি- ০ মেরিট
২। জুনিয়র মেম্বার- ১ মেরিট + ৩০ এক্টিভিটি
৩। মেম্বার- ১০ মেরিট + ৬০ এক্টিভিটি
৪। ফুল মেম্বার- ১০০ মেরিট + ১২০ এক্টিভিটি
৫। সিনিয়র মেম্বার- ২৫০ মেরিট + ২৪০ এক্টিভিটি
৬। হিরো মেম্বার- ৫০০ মেরিট + ৪৮০ এক্টভিটি
৭। লিজেন্ডারি মেম্বার- ১০০০ মেরিট + ৭৭৫ থেকে ১০৩০ এক্টিভিটি

এখানে অ্যাক্টিভিটি বলতে কি বুঝানো হয়েছে আরো ভালো করে বুঝিয়ে দিলে অনেক উপকার হয়।  অ্যাক্টিভিটি জিনিসটা ঠিক করে আমি বুঝি নাই।

এখানে এক্টিভিটি দ্বারা আপনার পোস্ট কাউন্ট করা হয়েছে। আপনার কতগুলো পোস্ট করা হয়েছে সেই সংখ্যাটি এক্টিভিটি হিসেবে কাউন্ট করা হয়।

আপনি খেয়াল করলেই এটি বুঝবেন। যেমন: আপনার প্রোফাইল এ যেয়ে দেখুন, পোস্ট সংখ্যাটির নিচেই কিন্তু এক্টিভিটি এর অপশন রয়েছে। আপনি এখন পর্যন্ত ৯৫ টি পোস্ট করেছেন তাই আপনার এক্টিভিটিতে ৯৫ আছে। ঠিক এভাবেই সবার গুলো অটোমেটিক কাউন্ট হয়।

অনেকের পোস্ট বেশি তবে এক্টিভিটি কম। এর কারণ, এক্টিভিটি একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় আর পোস্ট এর সংখ্যা নিজ থেকেই বাড়ানো যায়।

এটা আসলেই একটা মনের কথা বলছেন ভাই। সিনিয়র যে সদস্যরা আছে তারা যদি আমাদের দিকে একটু খেয়াল রাখেন তাহলে আমরা কিছু মেরিট পেতে পারি। তা না হলে বর্তমান সময়ে মেরিট পাওয়াটা প্রত্যন্ত ভাগ্যের ব্যাপার সুতরাং সিনিয়র সদস্যদের উচিত আমাদের দিকে খেয়াল রাখা।
সিনিয়র সদস্যরা অবশ্যই একটিভ আছেন এবং দেখেন ও। আপনি আপনার কোয়ালিটি ধরে রাখুন। মেরিট পাওয়াটা মূখ্য নয়, কোনো বিষয় বিশদ ধারণা রাখাই মূখ্য।

রিসার্চ করার চেষ্টা করা যায়। কিছু টেকনিক্যাল আলোচনা করলে অবশ্যই সেটি অন্যের উপকারে আসবে, তাতে করে আপনার মেরিট পাবার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে।

আমাদের লোকাল বোর্ডটি এখন বেশ একটিভ একং অনেক কোয়ালিটি পোস্ট হচ্ছে। সিনিয়ররা হেল্প করতেছে আলোচনা করার মাধ্যমেই। আর এই বোর্ড এ অবদান রেখে ফোরামে রেঙ্ক আপ হবার উদাহরণ ও রয়েছে। তাই কোয়ালিটি ধরে রাখাকেই মূখ্য মনে করি।