বর্তমানে যা বিটকেনের অবস্থান তা মনে হয় আর বেশি দিন টিকশই থাকবে না ।
এটা আমার ধারণা । আশা করি আমার সিনিয়র ও জনিওর ভাইদের ধারণাটা ও যানতে পারব।
একটু টেকনিক্যাল আলোচনা করলে অন্যরা বুঝতে পারবে। আর আপনার আলোচনার কদর বাড়বে। শুধু মনে করা দিয়ে কিছু হয় না। একটু রিসার্চ করে টেকনিক্যাল আলোচনা করলে আপনার জন্য ও ভালো হবে আর অন্যরা ও বুঝতে পারবে।
বোর্ডের যারা সিনিয়র সদস্য আছে তাদের এই বিষয়ে কিছু একটা পদক্ষেপ নেওয়া উচিত । আমরা যারা নতুন আছি যদি মেরিট পাই তা হলে পোস্ট করার ইচ্ছা আর বৃদ্ধি পাবে। আমাদের সিনিয়র ভাইয়েরা আমাদের পাশে দাঁড়ালে আমাদের জন্য ভাল। আশা রাখি সিনিয়রদের পতি তাই আজ ও পোস্ট করি আমাদের লোকাল বোর্ডে।
এই ব্যাপারে এলরেডি পদক্ষেপ নেয়া আছে কিন্তু এখনো গ্রীন সিগন্যাল পাওয়া যায় নি। তবে সবার সাপোর্ট এবং আমাদের লোকাল বোর্ড এ একটিভি আরো বাড়লে হয়তো খুব শীঘ্রই ভালো সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মেরিট সোর্স এর জন্য আবেদন করা হয়েছে। আপনি হয়তো এই পোস্ট টি মিস করেছেন। চেক করে নিবেন।
-
https://bitcointalk.org/index.php?topic=5277099.msg55231592#msg55231592