জি আমি আপনার সাথে একমত যে (পল্কাদত) বর্তমানে অনেক জনপ্রিয়তা পেয়ে গেছে । (পল্কাদত ) এখন ৩ নাম্বার ব্লকচেইন cryptocurrency বাজারে এবং এর অনেক ডেভেলপমেন্ট চলতেছে । এবং পল্কাদত এ নুতুন পল্কা বিটিসি আসতেছে । জা আমরা ২০২১ এ বাজারে পেয়ে যাব । যা বিটিসি চাহিদা কমাতে পারে । এখন শুদু সময়ের বেপার । আমি একজন ডেভেলপার হিসেবে আম পল্কাদত এর অনেক পরিবরতন দেখেছি । আমার বিশ্বাস সামনে দিন গুলোতে এথেরেউম তাঁর মার্কেট শেয়ার কিছু হলেও হারাবে পল্কাদত এর জন্য ।
ভাল থাকবেন ,ধন্যবাদ সবাইকে ।