Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 28/11/2020, 13:12:36 UTC
⭐ Merited by Pffrt (1) ,Review Master (1)
মেরিট কি?
মেরিট হল মুলত ভালো কোয়ালিটির পোস্টের নির্দেশক। মানে কোন থ্রেড বা পোস্টে যদি আপনি মেরিট দেখেন তাহলে বুঝে নিতে হবে ঐই পোস্ট কিংবা থ্রেড অবশ্যই ভালো মানের। যদিও অনেকেই ফানি পোস্টেও মেরিট দিয়ে থাকে।
যদি আপনি ভালো পোস্ট করেন তাহলে আপনি মেরিট পাবেন। ভালো পোস্ট বলতে যেসব পোস্ট ফোরাম মেম্বারদের জন্য সহায়ক, কিংবা যেসব পোস্ট বিটকয়েন ও আলটাকয়েনের বিভিন্ন ট্যাকনিক্যাল দিক তুলে ধরে সেসব পোস্টকে বোঝানো হয়েছে।


এস-মেরিট কি?
এস-মেরিট হল যে মেরিটগুলো আপনি অন্যকে দিতে পারবেন। আপনি যদি ১টি মেরিট পান, তাহলে আপনার এস-মেরিট হবে ০.৫ মানে আপনি যা মেরিট পাবেন তার অর্ধেক আপনার এস-মেরিটে যোগ হবে।
আপনি কাউকে মেরিট দিলে আপনার মুল মেরিট কম্বে না। উদাহরণস্বরুপ, আপনি ১০ মেরিট পেলে আপনার এস-মেরিট হবে ৫। আপনি যদি কাউকে ৫ মেরিট দেন, আপনার মুল মেরিট কিন্তু কমবে না, সেটা ১০ থেকে যাবে।


মেরিট সোর্স
ফোরামে যাতে পর্যাপ্ত মেরিটের সরবরাহ থাকে বা মেরিট দেয়ার লোক থাকে, সেজন্য এডমিন থিমস সাহেব ৯৮ জন মেরিট সোর্স হিসেবে নিয়েছেন। এই সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে।

জ্বি, আপনি কপি করেন নাই। কাকতালীয়ভাবে DTalk এর চিন্তা ভাবনা আপনার সাথে সম্পুর্ণ মিলে গেল। আশ্চর্য!  আপনি উনার অল্টা একাউন্ট নন তো? এইরকম একই লেখা DTalk আরো আগে লিখে গিয়েছেন। নাকি DTalk আপনাকে কপি করলো?


মেরিট কি?
মেরিট হল মুলত ভালো কোয়ালিটির পোস্টের নির্দেশক। মানে কোন থ্রেড বা পোস্টে যদি আপনি মেরিট দেখেন তাহলে বুঝে নিতে হবে ঐই পোস্ট কিংবা থ্রেড অবশ্যই ভালো মানের। যদিও অনেকেই ফানি পোস্টেও মেরিট দিয়ে থাকে।
যদি আপনি ভালো পোস্ট করেন তাহলে আপনি মেরিট পাবেন। ভালো পোস্ট বলতে যেসব পোস্ট ফোরাম মেম্বারদের জন্য সহায়ক, কিংবা যেসব পোস্ট বিটকয়েন ও আলটাকয়েনের বিভিন্ন ট্যাকনিক্যাল দিক তুলে ধরে সেসব পোস্টকে বোঝানো হয়েছে।

এস-মেরিট কি?
এস-মেরিট হল যে মেরিটগুলো আপনি অন্যকে দিতে পারবেন। আপনি যদি ১টি মেরিট পান, তাহলে আপনার এস-মেরিট হবে ০.৫ মানে আপনি যা মেরিট পাবেন তার অর্ধেক আপনার এস-মেরিটে যোগ হবে।
আপনি কাউকে মেরিট দিলে আপনার মুল মেরিট কম্বে না। উদাহরণস্বরুপ, আপনি ১০ মেরিট পেলে আপনার এস-মেরিট হবে ৫। আপনি যদি কাউকে ৫ মেরিট দেন, আপনার মুল মেরিট কিন্তু কমবে না, সেটা ১০ থেকে যাবে।

মেরিট সোর্স
ফোরামে যাতে পর্যাপ্ত মেরিটের সরবরাহ থাকে বা মেরিট দেয়ার লোক থাকে, সেজন্য এডমিন থিমস সাহেব ৯৮ জন মেরিট সোর্স হিসেবে নিয়েছেন। এই সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে।

প্রথমে ভেবেছিলাম আপনি না জেনে করেছেন। এখন দেখি মিথ্যাও বলতেছেন। রিপোর্ট তো করাই লাগে। নাকি?