জি ভাই আপনি ঠিক বলছেন ওনার টা এবং আমার টা মিলে গেছে । ভাই এটা আসলেই কাকতালীও বেপার এটা ছাড়া আপনি আর কোথাই মিল পেয়েছেন দেখাবেন কি ।
একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে যাবে কাকতালীয়ভাবে? প্রথমে যদি মিথ্যা না বলে সত্য বলতেন আমি রিপোর্ট পর্যন্ত যেতাম না। আপনাকে ফ্রেন্ডলি উপদেশ দিলাম, উলটো আপনি আপনার কপি করা পোস্টে ডিফেন্ড করতেছেন মিথ্যে দিয়ে।