এই ফোরাম টা আমার কাছে যদি বর মনে হত তাহলে এতদিনে আমার অ্যাকাউন্ট স্ট্যাটাস ভাল থাকতো । আমি কিন্ত আপনার id দেখেছি আপনি কিন্ত আমার পরে এই প্কলাটফর্রেম এ join kore অনেক ভাল অ্যাকাউন্ট স্ট্যাটাস করছেন।
https://bitcointalk.org/index.php?topic=1689727.0 এটা হচ্ছে প্রথম লিঙ্ক যেখান থেকে মোটামুটি অনেক কিছু নিয়েছি
বাকি আর দুইতা লিঙ্ক খুজে পাচ্ছি না পেলে আপনাকে দিয়ে দিব ।
@adorable80esan একজন আপনার ভুলগুলো দরিয়ে দিচ্ছে আর আপনি উলটা পালটা বলতেছেন? কপিপেস্ট এই ফোরামে একেবাইরেই ক্ষমার অযোগ্য আপনি কপিপেস্ট করে শুধু মাত্র একটা ভুল করেন নি আপনি অনেক বড় একটা অপরাধ করেছেন, একটু সময় নিয়ে তথ্যবহুল পোস্ট করেন এমনিতেই মেরিট পাবেন, আপনি ত দেখছি ফোরামের কোনো নিওমের তয়াক্কা না করেই পোস্ট করেই যাচ্ছেন, পোস্ট ছোটো করে করেন আর তথ্য বহুল করেন তাহলে কাজে দিবে।