বাকি আর দুইতা লিঙ্ক খুজে পাচ্ছি না পেলে আপনাকে দিয়ে দিব ।
বাকী আর দুইটা আপনি খুজে পাবেনও না। কারন ওইরকম কোন থ্রেড নেই, আমার চোখে পরে নাই ভাই। আপনি হুবহু অন্যজনের পোস্ট তুলে দিয়েছেন এইখানে। এইটার কোন মানে হয়না ভাই। নিজের বুদ্ধিমত্তা দিয়ে পোস্ট করুন। মেরিট এমনেই পাবেন।