Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Istiaque
on 28/11/2020, 18:00:09 UTC
আপনি আপনার রির্পোটে কপি করা পোস্টটি archive করেন নাই। এখন পোস্টটি যদি ডিলিট করা হয় তবে আর কোন প্রমান থাকবে না।
নো ওয়ে  Cheesy
http://loyce.club/archive/posts/
এইখানে গিয়ে সব ডিলিট করা পোস্ট কিংবা এডিট করা পোস্টের মুল কপি পাবেন। লয়চি অনেক আগে থেকেই পোস্ট আর্কাইভ করতেছে অটোমেটিক ওয়েতে।  তবে হ্যা, এইটা ঠিক যে অন্য রেপুটেড সাইটেও আর্কাইভ রাখা উচিত কারণ, লয়চি সাইট লয়চি যখন ইচ্ছে তখন বন্ধ করে দিতে পারে।

ভাই বাংলাদেশিদের এই অবস্থা দেখলে অনেক খারাপ লাগে মাঝে মাঝে সরাসরি কপি করার পরেও অশিকার করে ক্যামনে  Huh
পেজ টা আর্কাইভ করলাম : https://archive.fo/wRAra