ভাইয়া,
আপনাদের ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। আমি BitcoinTalk এ নতুন, আমি সমস্থ নিয়ম কানুন জানি না। তাই পোস্ট গুলো করেছিলাম। আমি সমস্থ নিয়ম কানুন জানার চেষ্টা করছি। এবং পোস্ট গুলো ডিলিট করে দিয়েছি। আশা করি ভবিষ্যতে এমন ভুল হবে না। আপনাদের অসংখ্য দন্যবাদ আমার ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য।