Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Cadaver20
on 05/12/2020, 13:18:56 UTC
পিন বলতে টপিকে এইটা অন্যান্য পোস্টের মত অবশ্যই লিংক করে দেয়া উচিত যাতে সবাই দেখতে পারে। আপনি উনাকে কবে মেসেজ দিয়েছেন। উনি নভেম্বর এর ২৪ তারিখ লাস্ট এক্টিভ ছিল। তারপর আর অনলাইনে আসেন নাই। আসলে হয়ত উনি আপনার পোস্টটি টপিকে লিংক করে দিত।
আপনার গুরুত্বপূর্ন পরামর্শের জন্য ধন্যবাদ। আমি উনাকে নভেম্বর মাসের ১২ তারিখে ম্যাসেজ দিয়েছিলাম। এরপর তিনি কয়েকদিন অনলাইনে ছিলেন না। এরপর আবার অনলাইনে আসছিলেন কিন্তু তিনি আমার ম্যাসেজের কোন রিপ্লাই দেন নি। হয়ত তিনি ম্যাসেজ দেখেন নি। সে যাই হোক আমি আবারও উনাকে ম্যাসেজ সেন্ট করে উনার মতামত জানার চেষ্টা করব।