Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
BitCoinDream
on 06/12/2020, 10:49:53 UTC
আমাদের লোকাল বোর্ডে প্রতিদিনই নতুন নতুন মেম্বার জয়েন হচ্ছেন। এই নতুন মেম্বাররা কয়েক ক্যাটাগরির।
১. প্রকৃত নতুন মেম্বার।
২. কিছু মেম্বার আছেন যারা ফোরামে জয়েন হয়ে বাউন্টিতে কাজ করেন। এরপর কোন ভুল করে নেগেটিভ ট্রাস্ট পেয়ে লোকাল বোর্ডে আসেন নিয়ম কানুন জানার জন্য।
৩. কিছু আল্ট একাউন্ট।

এদের মধ্যে প্রথম ও দ্বিতীয় ক্যাটাগরির মেম্বাররা আসলেই ফোরামের নিয়ম কানুন জানেন না। আমি ফোরামের নিয়মগুলোকে বাংলায় অনুবাদ করেছিলাম। নিচে তার লিঙ্ক দিলাম।
বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন।
আমি আপনার বিটকয়েনটক [গাইড] লেখাটির জায়গায় এটি যোগ করলাম। এমনিতে ঐটা ইংরেজি লেখার সংকলন ছিল যেটা মূল forum থেকে সবার পড়ার কথা। তবে আপনি চাইলে বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন লেখাটিতে আগের লেখাটির link যোগ করে রাখতে পারেন। OP তে already BitcoinTalk সংক্রান্ত প্রচুর post pin হয়ে গেছে।

আমি এই পোস্টটি পিন করার জন্য @BitCoinDream কে PM করেছিলাম কিন্তু অনেকদিন হয়ে গেল উনি কোন রিপ্লাই দেননি। হয়ত উনি PM চেক করেননি। আমি আমাদের লোকাল বোর্ডের এক্টিভ মেম্বারদের কাছে পরামর্শ চাইছি এ ব্যাপারে যে এই পোস্টটি কি আসলেই পিন করা উচিত?
আপনার PM আমি দেখেছিলাম। কিন্তু উত্তর দেওয়া হয় নি, তাই দুঃখিত। আমি রোজ login করি না। কিন্তু এই thread এর প্রতিটা post প্রায় রোজ পড়ি। তাই আমায় PM না করে, যার যা লেখার এখানেই লিখলে ভাল।