সকলের কাছে আমার একটি প্রশ্ন। আমি এখানে নতুন। তবে বাংলা ভাষায় সব ধরনের টপিক সেকশন নেই কেনো
একটি স্বয়ংসম্পূর্ন বোর্ড তখনই তৈরি হবে যখন বিভিন্ন টপিক নিয়ে বিস্তর আলোচনা হবে এবং প্রচুর একটিভি তৈরি হবে তখন। আমাদের অনেক বড় রেঙ্ক করা আইডি আছে কিন্তু লোকাল বোর্ড এ একটিভ না। এমন অনেক বড় বড় আইডি আছে তারা অন্যান্য সেকশন এ অনেক ভালো অবদান কিন্তু লোকাল বোর্ড এ আসেও না।
খেয়াল করলে দেখবেন আমাদের এখানে প্রতিদিন ইদানিং ১৫-২০ টা পোস্ট হয়। যা খুবই কম একটি পূর্ণাঙ্গ বোর্ড হবার জন্য।