Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
S_Therapist
on 12/12/2020, 21:47:21 UTC
বাংলাদেশিদের জন্যে পুর্নাংগ বোর্ড আগামিতে পাওয়া যাবে আমরা সতর্কতার সাথে বাংলাতে হেল্পফুল পোস্ট প্রতিনিওত করতে থাকলে সময় লাগবে তবে আমরা বাংলা বোর্ড পাবো। একে অন্যকে সাহাজ্য করতে থাকলে এখানে গঠন মুলক পোস্ট অনেক বেশি এটার মাধ্যমে তখন সবাই উপক্রিত হবে।
আগামীতে পাওয়া যাবে ঠিক কিন্তু অনেক দেরী আছে। অতীতে  অনেকেই চেষ্টা করেছেন, এখনো করছেন কিন্তু লোকাল বোর্ড পাওয়া হল না। যদিও অতীতে এই থ্রেডের অবস্থাও ভালো ছিল না যা বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে।