Bitcoin Hold korar jonno ki wallet sob theke valo
চাইলে math ওয়ালেট ও ব্যবহার করতে পারেন। এইটা ট্রাস্ট ওয়ালেট এর মতোই একটি মাল্টি ওয়ালেট। বিটকয়েন সহ প্রায় ৫৩ টির মতো ব্লকচেইন সাপোর্ট করে। এটি ব্যবহার ও অনেক সহজ এবং আপনি চাইলে আপনার প্রাইভেট কি এক্সপোর্ট ও করতে পারবেন। ট্রাস্ট ওয়ালেট এর মতোই সকল সার্ভিস এইখানে পাবেন। সাধারণ ব্যবহার এর জন্য এইসব ওয়ালেট ই যথেষ্ট বলে আমি মনে করি যদি না আপ্নে একজন whale হোন। Math ওয়ালেট:
https://mathwallet.org তবে নিরাপত্তার জন্য little mouse ভাই এর বলা ওয়ালেট সব চাইতে ভালো হবে।