ফী আসলে নিজের মতো চেঞ্জ করা যায় যেভাবে ট্রাস্ট ওয়ালেট এ করা যায়। তবে সেটা বিটকয়েন এর ক্ষেত্রেও কিনা সেটা আমার জানা নাই। আমি মূলত আমার tron ওয়ালেট ব্যবহার করে থাকি math ওয়ালেট এ।
অন্য কয়েনের জন্য ফি কাস্টম করা গেলে বিটকয়েনের জন্যও করা যাবে । তবে প্রসেস কেমন আমি জানি না কিংবা কেমন কাস্টমাইজ করা যায় সেটাও জানি না। ইলেকট্রামে ওইদিক থেকে অনেক সুবিধা। যেমন আপনি চাইলে ফি পার বাইট কিংবা আপনি কতক্ষণের মধ্যে ট্রাঞ্জেকশন এর কনফার্মেশন চান এইরকম কিছু ক্যাটাগরির মাধ্যমে ফি কাস্টোমাইজ করতে পারবেন। এছাড়া আপনি যদি ফি কম ব্যবহার করেন পরবর্তীতে ফি বাড়িয়েও দিতে পারবেন চাইলে কিংবা ট্রাঞ্জেকশন ক্যান্সেল করার পন্থাও রয়েছে যার কারণে আমার মতে নিউ ইউজারদের জন্য ইলেকট্রাম বেস্ট মনে হয়।