Bitcoin Hold korar jonno ki wallet sob theke valo
আপনি যদি মোবাইল এ হোল্ড করতে চান তবে ট্রাস্ট ওয়ালেট ভাল হবে । সবচেয়ে ভাল আর সুরক্ষামুলক অপশন হল হার্ডওয়্যার ওয়ালেট যেমন লেজার ন্যানো এক্স , ট্রেজার এগুলা ব্যাবহার করা , কিন্তু এগুলা ব্যাবহার কিছুটা ব্যয়বহুল কারন এগুলা আপনাকে কিনা লাগবে । তবে আমার মতে আমাদের জন্য সবচেয়ে ভাল অপশন হল ডেক্সটপ ওয়ালেট যেমন ইলেক্ট্রাম , আমি নিজেও অনেকদিন থেকে এই ওয়ালেট ব্যাবহার করে আসছি লং টাইম বিটকয়েন হোল্ড রাখার জন্য ।