কিছুদিন আগে আমার যে ফ্রেন্ড মারা গিয়েছে তার কিছু ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট রয়েছে যা, কুকয়েন এবং বাইন্যান্সে ফান্ড রয়েছে। আমি তার ফান্ড গুলো তার পরিবারকে বুঝিয়ে দিতে চেষ্টা করছি। আশা করি তার ফান্ড গুলো তার পরিবারকে যথাযথভাবে বুঝিয়ে দিতে সক্ষম হবো। কিছুটা সমস্যা হয়েছিলো তার 2fa এর এ্যপ লোক পিনটি খুজে বের করতে। শেষ পর্যন্ত সেটাও উদ্ধার করতে সক্ষম হয়েছি। আশা করি খুব দ্রুত সেই ফান্ড গুলো তার পরিবারকে বুঝিয়ে দিতে পারবো।
সকলের কাছে আমার ফ্রেন্ডের জন্য দোয়া প্রার্থী।