আমাদের মধ্যে অনেকেই জানেন না যে
ইলাস্টিক সাপ্লাই টোকেন বা রিবেস টোকেন কি। ইলাস্টিক সাপ্লাই টোকেন হল এমন একটি টোকেন যেটির একটি নির্দিষ্ট মূল্য ঠিক থাকার জন্য টোটাল সাপ্লাই অটোমেটিকভাবে কম বা বেশি হয়।
কিছু রিবেস টোকেনের উদাহরন:
১. Base Protocol (base).
২. Ampleforth ( AMPL)
৩. YAM Finance (YAM).
যারা আরো বেশি জানতে চান তারা নিচের আর্টিকেলটি পড়তে পারেন।
https://academy.binance.com/en/articles/elastic-supply-tokens-explained.ampতথ্যটি খুবই গুরুত্বপূর্ন। আমি এর আগে একজনের কাছ থেকে এমন কিছু শুনেছিলাম যে, সে টোকেন হোল্ড করছে কিন্তু তার টোকেন কমে যাচ্ছে। আমি বিষয়টি শুনার পর একটু অবাক এবং বিশ্বাস করতে পারি নাই। তবে ঠিক কোন কয়েনের কথা বলে ছিলো ঠিক মনে নেই। তবে আজ আপনার টপিকটি পড়ে বিষয়টি পরিস্কার হলাম। ধন্যবাদ আপনাকে।